প্রেমে অপ্রেমে তিস্তা/প্রশান্ত নাথ চৌধুরী
প্রেমে অপ্রেমে তিস্তা/প্রশান্ত নাথ চৌধুরী
লেখক
রণজিৎ কুমার মিত্র ভূমিকায় লিখেছেন - "এমন ঝরঝরে প্রেমের উপন্যাস বেশ
কিছুদিন পড়িনি। বহমান জীবনের প্রেম অপ্রেম নিয়ে যে তরীটি লেখক ভাসালেন,
পাঠকদের ঘাটে ঘাটে তা পৌঁছে যাক।"
বইটির পাতায় পাতায় প্রাণবন্ত মানুষ
প্রশান্ত নাথ চৌধুরীর মানুষকে দেখবার, অনুভব করবার স্বভাবসিদ্ধ ক্ষমতা
প্রতিফলিত। উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের অফিসার পদে নিয়োগের
পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। সেই চাকরি তাঁকে এনে দিল গ্রামীণ মানুষের
সান্নিধ্যে আরো বেশি করে। সেই আন্তরিক সান্নিধ্য তাঁর এই কথাসাহিত্যের ভিত
তৈরি করে দিয়েছে।
পাতায় পাতায় উঠে এসেছে জলপাইগুড়ি শহর গ্রামের কথকতা, তিস্তা নদীর জানা অজানা কথা।
তিনি কথাসাহিত্যের মোড়কে কত কথা ভাবীকালের জন্য তুলে রাখলেন -
"প্রায়
প্রতি বছর বর্ষায় তিস্তায় লাল সঙ্কেত জারি হয়। সে সময় পুরুষরা পালা করে
নদীর পাড়ে পাহারা বসায়। বাড়িতেও সবাই জিনিসপত্র সহ প্রস্তুত থাকে। নদীর
সর্বনাশী রূপ সবার চেনা, বেচাল দেখলেই পরিবার, গরু ছাগল ও জিনিসপত্র সহ
বাঁধে আশ্রয় নেয়। ব্লক অফিস থেকে ত্রিপল, চিড়াগুড়, কয়েকদিন জি.আর-এর চাল।
আবার ফিরে যাওয়া নিজের বিধ্বস্ত ঘরে।"
"নভেম্বরের সকালে উত্তরে তাকালে চোখে পড়ে সোনার মুকুট পরা হিমালয় দুহিতা কাঞ্চনজঙ্ঘা।"
"উত্তরবঙ্গের বৃষ্টি শুরু হলে কখনো কখনো সাতদিন লাগাতার চলত। হাওয়া বইত জোরদার।"
"১৯৭৪-৭৫ সনে এই জেলায় প্রথম চা বাগান স্থাপন করা হয়। ভারতীয়দের ব্যবস্থাপনায় চা বাগান জন্ম নেয় ১৮৭৯ সালে।"
"এই জেলায় মেয়েদের প্রাথমিক স্কুল চালু হয়েছিল ১৮৭১ সনে আর সরকারি উদ্যোগে জেলা স্কুল চালু হয় ১৮৭৬ সালে।"
"১৯৭২
সাল পর্যন্ত সারা জেলায় তিনটি মাত্র ডিসপেন্সারী ছিল। ব্রিটিশ সেনাদের
সঙ্গে ভুটানি সেনার যুদ্ধ লেগেই ছিল। ব্রিটিশদের চিকিতসা করত ব্রিটিশ
ডাক্তাররা।"
বইটিতে উঠে এসেছে নদীগ্রাসে ক্ষেতি জমি হারানোর কথা,
চরে বাসকরা মানুষের জীবনযুদ্ধের কথা, উত্তরের নান্দনিক নিসর্গের কথা, ১৯৬২
সালের চীন যুদ্ধের কথা, ভারত পাকিস্তান যুদ্ধের কথা, পূর্ববঙ্গ থেকে আসা
সহায় সম্বলহীন মানুষদের কথা, ১৯৬৮ সালের ভয়াবহ বন্যার কথা, জলপাইগুড়ি জেলার
জন্মকথা ইত্যাদি ইত্যাদি।
অধ্যাপক দেবেশ রায় সরকারপাড়ায় এসে
বিশুদ্ধ রাজবংশী ভাষায় ভাষণ দিচ্ছেন, তুলে ধরছেন দেশের দরিদ্র মানুষদের
অবস্থা ও অবস্থান। পড়তে পড়তে রোমাঞ্চিত হতে হয়। এমন জীবন্ত অনেকের কথাই সহজ
চালে চলে এসেছে উপন্যাসটিতে।
ভালোবাসা আর প্রাত্যহিক জীবনযুদ্ধের কথা
বলতে বলতে প্রশান্ত নাথ চৌধুরীর 'প্রেমে অপ্রেমে তিস্তা' তিস্তা নদীর মতোই
স্বত:স্ফূর্তভাবে বয়ে গেছে।
-----------------------------------------------
প্রকাশক : সম্পর্ক, মূল্য ২৫০ টাকা
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴