সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
28-March,2023 - Tuesday ✍️ By- অমিত কুমার দে 1.11K

নতুন আঙ্গিকে লোকমানস

নতুন আঙ্গিকে লোকমানস 
-------------------------------------------

সমীরণ ঘোষ-এর নামাঙ্কন ও প্রশান্ত সরকার-এর প্রচ্ছদ চোখ টেনে নেয়। মলাট ওল্টাবার আগে প্রচ্ছদেই চোখ আটকে থাকে বহুক্ষণ।
কামাখ্যাগুড়ি থেকে প্রকাশিত দেবাশিস ভট্টাচার্য সম্পাদিত ‘লোকমানস’ হাতে এল ২৬ মার্চ, ২০২৩ রাজা ভাতখাওয়ার পানঝোরায় বাসন্তিক নিসর্গ মুখরিত এক সাহিত্য-অনুষ্ঠানে। 
দই চিড়ার নৈবেদ্যে খুশি ব্যাঙকান্দি গ্রামের কাঠুয়া ঠাকুর, মাধবডাঙার জল-জলাভূমির দেবতা নলডোবা ঠাকুর, ভাঙ্গাপাড়া গ্রামের ঝুমুর ঠাকুর – যার কাছে প্রার্থনা করা হয় বন্যায় যেন ফসল নষ্ট না হয় – দুধ কলার সঙ্গে যার নৈবেদ্যে গাঁজাও থাকে, আদিম জাদুবিশ্বাস ও জন্মান্তরবাদের কল্পনায় মেশা ভৈইসপোতা ঠাকুর, দক্ষিণ বড়োগিলা গ্রামের জলাশয়ের দেবতা কেশুরডোবা ঠাকুর,  গড়ালবাড়ি গ্রামের নদীদেবতা ধদধরা ঠাকুর ... এমনই ‘জলপাইগুড়ি জেলার লৌকিক পুরুষ দেবতা’দের নিয়ে আলোকপাত করেছেন ড. দীপক কুমার রায়। তিনি বলেন – “লোকসংস্কার, লোকবিশ্বাস এবং পূজাপার্বণের রীতিনীতির মধ্যে নিহিত আছে লৌকিক পরম্পরা।”
‘সাময়িকপত্র এবং রবীন্দ্রনাথ’ বিষয়ে লিখেছেনন অর্ণব সেন, ‘গারো জীবনের প্রচলিত প্রবাদ’ লিখেছেন প্রমোদ নাথ, অন্য চোখে অন্য আঙ্গিকে সন্ন্যাসী অভ্যুত্থানকে ধরেছেন দেবব্রত চাকী, বিদ্যুৎ রাজগুরু লিখেছেন স্বাধীনতাসংগ্রামে প্রান্তিক জনপদ কুমারগ্রামদুয়ার-এর কথা, অরুনেশ ঘোষকে নিয়ে একটি সমৃদ্ধ প্রবন্ধ লিখেছেন সঞ্জয় সাহা, ভিন্ন ভাষাভাষী তিন সাংস্কৃতিক ব্যক্তিত্বের কথা লিখেছেন বিবেকানন্দ বসাক, ‘সংস্কৃতির দেশান্তকরণ ও তার চলমানতা’ লিখেছেন ড. রূপকুমার বর্মণ, প্রাসাদ গ্রামের সাবেক পুজো নিয়ে লিখেছেন শৌভিক রায়, বাঁকুড়ার ঘোড়া নিয়ে লিখেছেন ভজন দত্ত, কুমার মৃদুল নারায়ণ লিখেছেন ‘ইতিহাসের অন্তরালে ডাঙ্গি এয়ারস্ট্রিপ বা এরোড্রাম’। 
আরো প্রবন্ধ নিবন্ধ ভ্রমণকথা গ্রন্থ আলোচনা দিয়ে লোকমানসের এই সংখ্যার আয়োজন। সঙ্গে অনেক কবিতা। অস্কার ওয়াইল্ডের গল্গের অনুবাদ, আঞ্চলিক ভাষার কবিতা এবং গল্প অনুগল্প মুক্তগদ্য। 
ঝকঝকে ছাপা, কিন্তু মার্জিন আর একটু বেশি রাখলে পাঠকের পড়তে সুবিধে হত। 

লোকমানস হয়ে উঠুক উত্তরের লোকজীবনের জলছাপ। আগামী সংখ্যাগুলিতে থাকুক লৌকিক জীবন নিয়ে গবেষণামূলক অনেক লেখা – যা ক্ষেত্রসমীক্ষায় আলোকিত, থাকুক লোকজীবন কেন্দ্রীক কথাসাহিত্য ও কবিতা। 
--------------------------------------------------------------
লোকমানস।। নতুন সংস্করণ ৪র্থ সংখ্যা।। সম্পাদক – দেবাশিস ভট্টাচার্য।। মূল্য ২৫০ টাকা 

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri