দাগের দাগ রেখে যাওয়া বিপুল আয়োজন
দাগের দাগ রেখে যাওয়া বিপুল আয়োজন
------------------------------------- --------------
‘উত্তরবঙ্গের নদী, নারী, আদিবৃক্ষ এবং...’ শিরোনামে ‘দাগ’ পত্রিকার দ্বাদশ বর্ষ সপ্তম সংখ্যাটি আমাদের বিস্মিত করেছে তার আঙ্গিকে, বিষয়নির্বাচনে, কলেবরে। সম্পাদক মনোনীতা চক্রবর্তী-র দুরন্ত স্বপ্ন ও সাহস সত্যিই একটা সুদীর্ঘস্থায়ী দাগ কেটে গেল বাংলা ছোট পত্রপত্রিকার ভুবনে। সম্পাদক লিখেছেন – “অন্তর্গত দুঃসাহস, স্পর্ধা আর তাগিদটুকু বুকে আঁকড়ে সবাইকে জানাই ভালো থাকার শিল্পীত শুভেচ্ছা-সম্মান ও ভালোবাসা...”। দুরন্ত দুঃসাহস না থাকলে ৯৬৮ পৃষ্ঠার একটি পত্রিকা করা যায় নাকি!
সূচনাকথা লিখেছেন কবি অনিন্দিতা গুপ্ত রায়। “অনেক ব্যক্তিগত বাধাবিপত্তি প্রতিকূলতা অতিক্রম করে মনোনীতা ইসলামপুরের মতো মফসসলি জনপদে বসে বাংলা সাহিত্যে যে নিষ্ঠায় কাজ করছেন তা উল্লেখের ও বিস্তারের দাবি রাখে।”
শুরুতে স্মরণ করা হয়েছে লেখক ভবানী সরকারকে। রণজিৎ কুমার মিত্র-র উপলব্ধি – “এত অন্ধকারের মধ্যেও আপনাকে আমি দেখতে পাই।”
১১১টি আত্মকথা লিখেছেন উত্তরের ১১১ জন অসামান্য নারী। ‘সমাজের বিভিন্ন স্তরের নারীরা, বিভিন্ন বয়সি, বিচিত্র পেশার, ভিন্ন ভিন্ন প্রজন্মের আলোকময়ী মেয়েরা কলম ধরেছেন তাঁদের নিজের কথামুখ অবারিত করে’ (অনিন্দিতা গুপ্ত রায়)। এ পাঠ বড্ড ভালোলাগায়, শ্রদ্ধায় ভরিয়ে তোলে।
নদীয়ালী উত্তরবঙ্গের নদীদের নিয়ে ৬৯টি অপূর্ব লেখা পত্রিকাকে আলাদা মর্যাদা দিয়েছে। শতাব্দীপ্রাচীন বৃক্ষদের নিয়ে ১৬টি লেখাও এই সংখ্যার সম্পদ। জলকথা ও আদিবৃক্ষ শিরোনামের এই বিষয়ভাবনা সম্পাদকের জাত চিনিয়ে দেয়।
‘ব্যাকুল তিস্তা’ শিরোনামে এক সমৃদ্ধ ক্রোড়পত্রও সংযোজন করা হয়েছে।
এছাড়াও রয়েছে কবিতা, দীর্ঘ কবিতা, গুচ্ছ কবিতা, অন্য ভাষার কবিতা, গ্রন্থকথা।
এত বড় একটি কাজের নেপথ্যে আর্থিক, প্রযুক্তিগত ও আত্মীক সহযোগিতায় আরো যারা যারা রয়েছেন, সবাইকে অযুত কুর্ণিশ।
তবে বিপুল আকৃতির পত্রিকাটি হাতে নিয়ে প্রশ্ন জেগেছে – সম্পাদকের এত তাড়া কেন? এই একটি আয়োজনকে অন্তত চার ভাগে ভাগ করে চারটি পত্রিকা হতে পারত, তাতে পাঠকের ওপর চাপ কমত! পাঠককে বিচিত্র বিষয়কে জোর করে সূত্রায়িত করার চাপ নিতে হত না!
---------------------------------------------------------------
দাগ।। দ্বাদশ বর্ষ সপ্তম সংখ্যা ১৪২৯।। সম্পাদক – মনোনীতা চক্রবর্তী।। মূল্য ৫০০ টাকা
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴